বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
The Daily Post

সমাজসেবা ক্ষুদ্রঋণের চেক বিতরণ 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সমাজসেবা ক্ষুদ্রঋণের চেক বিতরণ 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের ১ কোটি ৩ লাখ টাকা ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা মিলনায়তনে এই ক্ষুদ্র ঋণের অনুদানের চেক বিতরণ করা  হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ.লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপিসহ সরকারি বেসরকারি কমর্কতারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টিএইচ